৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
সমতট সাহিত্যাঙ্গন'র লেখক সংবর্ধনা পেলেন নজরুল বিন মাহমুদুল
  • Updated Feb 23 2025
  • / 390 Read

 

 

নিজস্ব প্রতিনিধি: 

 

ফেনীর কবি ও লেখকদের সংগঠন সমতট সাহিত্যাঙ্গন'র লেখক সংবর্ধনা পেলেন ফেনী তথা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে লেখা "চব্বিশের বন্যা" বইয়ের লেখক নজরুল বিন মাহমুদুল। 

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের একটি স্কুলের হলরুমে আয়োজিত কবি আল মাহমুদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লেখক আড্ডা অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

সমতট সাহিত্যাঙ্গন'র সাংগঠনিক সম্পাদক কামাল মাহতাব এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সমতট সাহিত্যাঙ্গন'র সভাপতি কবি মোহাম্মদ সফিউল হক, সাধারণ সম্পাদক কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কবি ও লেখক সুমন ইসলাম, কবি আফসার আলাউদ্দিন, কবি জাহাঙ্গীর আলম সৈয়দ , আবৃত্তিকারক শরীফ মাহমুদ, কবি মুস্তাফা মুহিত, কবি স্বাধীন মুরশিদ, অনুবাদক নাজিম মোহাম্মদসহ অন্যান্য কবি ও লেখকবৃন্দ। 

 

 

লেখক নজরুল বিন মাহমুদুল বলেন, ফেনী তথা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যার ভয়াবহ দিনগুলো "চব্বিশের বন্যা" বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বন্যার অভিজ্ঞতা আছে বইটিতে। আমি আশাকরি পাঠক বইটি পড়ে স্মরণকালের ভয়াবহ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন।

Tags :

Share News

Copy Link

Comments *