আনসার ভিডিপি'র জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন রাবেয়া সুলতানা
- Updated Jan 28 2024
- / 822 Read
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা।
গত বৃহস্পতিবার গাজীপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে আয়োজিত বাহিনীর ২০২২-২৩ অর্থ বছরের এপিএ মূল্যায়নের ফলাফল ঘোষনা ও শুদ্ধাচার পুরষ্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সনদপত্র ক্রেষ্ট ও ট্রপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে উক্ত শুদ্ধাচার পুরষ্কারের সনদ ও ক্রেষ্ট তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।
এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন সহ উপ মহাপরিচালকবৃন্দ, পরিচালক বৃন্দ ও উপ-পরিচালক বৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫২জন কর্মকর্তা কর্মচারী কে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা জানান, দেশ কে ভালোবেসে বাহিনীকে ভালোবেসে স্বীয় দায়িত্ব সঠিক ভাবে পালন করছি, আমি বাহিনীর মহাপরিচালক সহ সকল সিনিয়র কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত