২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
কবিরহাটে নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের 'নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন'
  • Updated Jan 01 2024
  • / 548 Read


 

এএইচএম মান্নান মুন্না:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাববেন না আমি নির্বাচনে জয়ী হয়ে গেছি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, নৌকা মার্কাকে বিজয়ী করবেন। এ বিজয় হবে শেখ হাসিনার বিজয়। একজন প্রার্থী বা নামি নেতাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।


রোববার সকালে নোয়াখালী-৫ আসনের কবিরহাটের চাপরাশিরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাব আয়োজিত এক পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন কথা গুলো বলেন। 
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে। তারেকের দেশে আসার সাহস নাই সে পালিয়ে গেছে। তাই লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে। এখন তারা মানুষ পুড়িয়ে মারে, বাস ট্রেনে আগুন দেয়। ৭ তারিখের নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের জবাব দেবে।
কাদের বলেন, বিরোধী পক্ষরা নির্বাচন বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। জনগণ ভোট দিতে চায়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিয়ে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে আপনারা সবাই আচরণবিধি মেনে চলবেন। আমি নিজেও আচরণবিধি মেনে চলি। আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন, তাহলে নৌকা মার্কায় ভোট দেবেন। ভাববেন না আমি নির্বাচনে জয়ী হয়ে গেছি। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে, লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ‘৭৫-এ খুন করেছে। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া ও খালেদা জিয়া ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।
মন্ত্রী বলেন, বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উসকানি দিলে এটা মেনে নেব না।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই।
গণসংযোগে এসময়ে  উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমূখ।
ওবায়দুল কাদের এর আগে সকালে কোম্পানীগঞ্জের বসুরহাটে রাজাপুর গ্রামে তাঁর মা, বাবার কবর জেয়ারত করে গণসংযোগ শুরু করেন। পরে কবিরহাট উপজেলার জনতা বাজার, আলগি রাস্তার মাথা, মকবুল চৌধুরীহাট, আমিন বাজার, ভূঁইয়ারহাট এলাকায় গণসংযোগ করেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *