ফেনীর জন্য নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন যারা
- Updated Nov 19 2023
- / 543 Read
বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ফেনীর ৩টি সংসদীয় আসন থেকে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহকারীদের মাঝে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ১ জন ও ফেনী-৩ আসনে ৭ জনের নাম জানা গেছে। তবে ফেনীর ৩টি আসন থেকে নৌকার মনোনয়ন পেতে কয়জন ফরম সংগ্রহ করেছে তা জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্র কোন তথ্য নিশ্চিত করতে পারেনি।
তন্মধ্যে ফেনী-১ আসনে (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আবদুল্লাহ, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা জুয়েল জাকারিয়া ও রোকেয়া আক্তার বারীর নাম জানা গেছে।
ফেনী-২ আসনে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী-৩ আসনে সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ও তার স্ত্রী পারভিন আক্তার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেড এম কামরুল আনাম ও আওয়ামীলীগ নেতা একে আজাদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ফেনীর ৩টি আসন থেকে নৌকার মনোনয়ন পেতে কয়জন ফরম সংগ্রহ করেছে তা জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্র কোন তথ্য নিশ্চিত করতে পারেনি।
এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত