আরটিভির বিজনেস টক’ এ স্টার লাইনের মাঈন উদ্দিন
- Updated Nov 18 2023
- / 646 Read
স্টার লাইন ডেস্ক:
সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় আরটিভির "বিজনেস টক" অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড’র পরিচালক ও বাংলাদেশ এগ্রো প্রসেসর এসোসিয়েশন বাপার নির্বাহী কমিটির সদস্য মাঈন উদ্দিন। অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ ১৯ নভেম্বর রবিবার রাত ১২.২০ ঘটিকার সময়। ২০ নভেম্বর সোমবার সকাল ৮.২০ মিনিটের সময় অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে।
অনুষ্ঠানে দর্শক দেখতে পাবেন জার্মানি ও যুক্তরাজ্যের মতো উচ্চ মাথাপিছু আয়ের দেশকে পেছনে ফেলে আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ পরিণত হবে বিশ্বের নবম বৃহত্তম কনজিউমার মার্কেট বা ভোক্তা বাজার। বহুজাতিক প্রতিষ্ঠান এইচএসবিসি’র গ্লোবাল রিসার্চের প্রকাশিত ‘এশিয়াস শপারস ইন টু-থাউজেন-থার্টি’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বলছে, আগামী কয়েক দশকে এশিয়ার জনতাত্ত্বিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে মানুষের দৈনিক গড় আয় দাঁড়াবে ২০ ডলারে। ফলে বাড়বে ক্রয় সক্ষমতা। প্রতিষ্ঠানটির হিসেবে ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পরই হবে বাংলাদেশের অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৭ কোটি মানুষের বিশাল ভোক্তা বাজার স্থানীয় কিংবা বিদেশেী, যে-কোনো পর্যায়ের উদ্যোক্তাদের জন্যই অত্যন্ত আকর্ষণীয়। তাছাড়া স্থানীয় শিল্পের সুরক্ষা এবং দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি নীতি সহায়তা অবারিত করেছে।
যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাগুলো দূর হচ্ছে। তবে এখনো ইজ অব ডুয়িং বিজনেস সূচকের তলানিতে অবস্থান করা, গুণগত বিদ্যুৎ-জ্বালানির অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীতা, দক্ষ মানবসম্পদের অভাব-সহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। এই প্রতিবন্ধকতাগুলো দূর করে বিশাল ভোক্তাবাজারের সম্ভাবনা কাজে লাগাতে করণীয় সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়: ১৭ কোটি মানুষের ভোক্তা বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ।
আর এ বিষয়ে আলোচনায় অংশ নেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও বাংলাদেশ এগ্রো প্রসেসর এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. মাঈন উদ্দিন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট বাশির আহমেদ এবং পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারওয়ার।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত