২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
সীতাকুণ্ডে এমপির লরিতে পেট্রলবোমা হামলা!
  • Updated Nov 02 2023
  • / 539 Read

 

মিরসরাই প্রতিনিধি:
সীতাকুণ্ডে স্থানীয় সংসদ সদস্যের রডবোঝাই একটি লরিতে পেট্রলবোমা ছুড়ে মারলো দুর্বৃত্তরা। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে লরিচালক ইসমাইল হোসেন ও সহকারী (অজ্ঞাত) গুরুতর আহত হয়েছেন।


স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পেট্রলবোমা নিক্ষেপে একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়রা জানালে তারা সঙ্গে সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে চালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


পুড়ে যাওয়া রডবোঝাই লরিটি নিজের দাবি করে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম বলেন, সকালে মহাসড়কে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোডাউন করেছি। বিকেলে আমার মালিকানাধীন ডিএবির (দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স) লরিটি বিএসআরএম কারখানা থেকে রডবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে পন্থিছিলা এলাকায় মোটরসাইকেল করে এসে দুই দুষ্কৃতকারী পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে গাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। চালকের গায়েও আগুন লেগে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ বলেন, স্থানীয়দের মুখে শুনেছি দুজন মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনা যারা ঘটিয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Tags :

Share News

Copy Link

Comments *