মহাসড়কে মোটরসাইকেল মহড়া দিচ্ছে আ’লীগ
- Updated Nov 02 2023
- / 488 Read
চৌদ্দগ্রাম প্রতিনিধি;
বিএনপি-জামায়াতের টানা ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে কুমিল্লার চৌদ্দগ্রামে রাজপথ দখলে রাখার চেষ্টায় মহাসড়কে মোটর সাইকেলে মহড়া দিচ্ছে আ’লীগের নেতাকর্মীরা। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা বাতিসা এলাকায় মোটরসাইকেলে মহড়া দিতে দেখা যায়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় এমপি মুজিবুল হকের নির্দেশে আমরা উপজেলার তেরটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতের অবরাধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশের ব্যানারে উপজেলা আ’লীগের উদ্যোগে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আ’লীগের নেতাকর্মীরা সামিয়ানা টাঙিয়ে মাইক লাগিয়ে অবস্থান নেয়। এ সময় তারা মোটর সাইকেল মহড়া দেয়। বেলা ১১টায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর নেতৃত্বে একটি মোটর সাইকেল মহড়া দেয়।
পুলিশের চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে বিজিবি পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি টিম নিয়মিত টহল দিচ্ছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত