২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে হাজী আলাউদ্দিন’র শোক
  • Updated Oct 23 2023
  • / 466 Read

 

স্টার লাইন ডেস্ক;
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপ-মন্ত্রী, এপি গ্রুপের চেয়ারম্যান ও বাপা’র প্রক্তন সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ছোট ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল জানান, গত ৯ অক্টোবর তাঁর বাবা ফখরুল ইসলাম মুন্সী ব্রেনস্ট্রোক করায় তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যু বরণ করেন।
এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। একই সময় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের নৌ-পরিবহন ও আইডব্লিউটি মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং অর্থ উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

 



স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক হাজী আলাউদ্দিন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর (৭৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ফখরুল ইসলাম মুন্সী ছিলেন একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি একজন সূর্য সন্তানকে হারালো। তার শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Tags :

Share News

Copy Link

Comments *