খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার
- Updated Jun 27 2023
- / 175 Read
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
গতকাল শুক্রবার বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীনা দূতাবাসের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছেন, এসএফ কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী পাঠিয়েছে গতকাল বিকেলে। সে সময় তাঁরা কেউ ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
আব্দুস সাত্তার জানিয়েছেন, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাক্স ও বিস্কুট–জাতীয় কিছু রয়েছে বলে তিনি জেনেছেন।
চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও আব্দুস সাত্তার জানিয়েছেন।
এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকার চীনা দূতাবাস শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছিল।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত