০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের প্রেরণায় লাল-সবুজের পতাকায় রঙিন স্টার লাইন পরিবহন
  • Updated Oct 01 2023
  • / 288 Read


বিশেষ প্রতিনিধি: 
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপের বাসে লাল-সবুজের পতাকার ডিজাইন করা হয়েছে। এখন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে কালো পিছঢালা সড়কে দুর্দান্ত গতিতে বাংলাদেশের পতাকা পরিধান করে ঘুরছে স্টার লাইন পরিবহনের বাসগুলো। এতে করে একদিকে উৎসাহ ও অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য; অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসতে নিজের করনীয় নির্ধারণকে স্মরণ করিয়ে দিচ্ছে বাসগুলো। স্টার লাইন গ্রুপের এমন ব্যক্তিক্রমী আয়োজন দেশজুড়ে ক্রীড়ামোদিদের নজর কেড়েছে। এমন কর্মের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধন্যবাদ বার্তায় পুলকিত স্টার লাইন গ্রুপের স্বত্বাধিকারী ব্যক্তিবর্গ। 
জানা যায়, দেশের পরিবহন র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানীয় স্টার লাইন গ্রুপ প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত বিশ্বকাপে স্টার লাইন বাসে টাইগার আকৃতি গোটা ক্রিকেট বিশ্বে আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে প্রেরণা দিতে স্টার লাইন বাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। বাসগুলো যখন রাস্তায় চলে, তখন এক দিকে সৌন্দয্য ছড়ায়; অন্যদিকে দেশপ্রেম ও ক্রিকেট প্রেমকে জাগিয়ে তুলছে। স্টার লাইন গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।  

 

সবাই মিলে ক্রিকেট দলকে উৎসাহ দিতে হবে
-জেলা প্রশাসক, ফেনী

ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বিগত বেশ কয়েকটি আইসিসি আসরে বাংলাদেশের টাইগাররা বেশ ভালো খেলেছে। এবারও আশা করি বাংলাদেশ দল ভালো খেলে পুরো পৃথিবীতে বাংলাদেশকে ছড়িয়ে দেবে। এ জন্য আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে হবে। মাঠে যাতে করে তারা ভালো খেলে সে জন্য সবাইকে দোয়া করতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপ যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেটি একটি ভালো উদ্যোগ। ফেনী জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 


স্টার লাইন সব সময় স্পোর্টস’র সাথে থাকে
-হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, স্টার লাইন গ্রুপ সব সময় স্পোর্টস’র সাথে থাকে। এ শিল্প প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্পোর্টস কার্যক্রমে সহযোগি হয়ে থাকে। এটি একটি ভালো কাজ। একটি ভালো উদ্যোগ। বিশেষ করে স্টার লাইন গ্রুপ ক্রিকেট ফ্রেন্ড। বিগত বিশ^কাপে তাদের পরিবহনে টাইগারদের ছবি এঁকে ব্র্যান্ডিং করা হয়। এবার ক্রিকেট বিশ^কাপে বাংলাদেশের দলকে উৎসাহ দিতে লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। এটি একটি ভালো দিক। আমরা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে চাই। আশা করি আগামীতেও স্টার লাইন গ্রুপ ক্রিকেট প্রেমকে ধারণ ক্রিকেটারদের পাশে থাকবে। 

ক্রিকেট প্রেমে স্টার লাইন গ্রুপ উদাহরণ সৃষ্টি করেছে
-রিয়াজ উদ্দিন রবিন, ক্রিকেট কোচ

বাংলাদেশ ক্রিকেটের ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেছেন, স্টার লাইন গ্রুপ নিজেদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবেসে তাদের পরিবহনে লাল সবুজের পতাকা অংকিত করেছে। গাড়ীগুলো বাংলাদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াবে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি যে ভালোবাসা তারা দেশজুড়ে ভাসিয়ে দিলো; এটি একটি উদাহরণ সৃষ্টি হলো। আমরা সবাই যে যার অবস্থান থেকে বাংলাদেশ দলের প্রতি সমর্থন ও উৎসাহ উদ্দীপনা দিলে বাংলাদেশ দল ভাল ফলাফল ও  খেলোয়াড়রা ব্যক্তিগত সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবে।  


স্পোর্টস’র পাশে আছি; আগামীতেও থাকবো
-জাফর উদ্দিন, স্টার লাইন গ্রুপ

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ফেনী জেলা ক্রিড়া সংস্থার সদস্য জাফর উদ্দিন বলেছেন, বিশ^কাপ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশে^র নানা দেশের সাথে নতুন করে পরিচিতি লাভ করে। ক্রিকেট বিশ^কাপে বাংলাদেশ খেলছে; এটি আমাদের দেশের জন্য একটি উদ্দীপনার বিষয়। স্টার লাইন গ্রুপের মাধ্যমে সব সময় জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় আমরা পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে ক্রিকেট বিশ^কাপে জাতীয় দলকে উৎসাহ দিতে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার স্টার লাইন পরিবহনে আমরা ‘টাইগারদের অনুপ্রেরণায় লাল-সবুজের পতাকার ডিজাইন করেছি। স্টার লাইন গ্রুপের এ কর্মে ক্রিড়ামোদিদের মাঝে ভালো সাঁড়া ফেলেছে। আগামীতে দেশের বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতামূলক কার্যক্রমে স্টার লাইন গ্রুপ পাশে থাকবে। আমরা স্পোর্টস এর পাশে ছিলাম; আগামীতেও ক্রিড়ামোদিদের পাশে থাকবো।      

Tags :

Share News

Copy Link

Comments *