মিরসরাইয়ে আ’লীগের শান্তি সমাবেশ
- Updated Nov 07 2023
- / 469 Read
মিরসরাই প্রতিনিধি;
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য আই.টি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
ওইদিন শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। হরতাল অবরোধ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়নের পথে থাকবে নাকি বিএনপির টেক ব্যাক বাংলাদেশ নামে পিছনে ফিরে যাবে।’
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মিরসরাই পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, শাখাওয়াত উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রূপম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম ফাহিমুল হুদা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত