০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
মিরসরাইয়ে বিএনপির হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ
  • Updated Oct 18 2023
  • / 553 Read

 

মিরসরাই প্রতিনিধি: 
মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা ও যুবলীগ কর্মীর উপর বিএনপির কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এছাক ড্রাইভার হাট বাজারে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ নেতা আবদুল গফুর বাদশা ও যুবলীগ কর্মী মো. আবু জাফরের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।


কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ সোহাগের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগের  সহ-সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্যা শরিফুল্লাহ, নিজাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মুসলিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা। 


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময় আমাদের এই এছাক ড্রাইভার হাট বাজারে কেউ শান্তি পূর্ণ ভাবে ব্যবসা করতে পারতোনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সবাই শান্তিপূর্ণ ভাবে নিরাপদে ব্যবসা বানিজ্য করছেন। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও আমরা কনো বিএনপি জামাতের উপর হামলা করিনাই।অথচ আমাদের দল ক্ষমতা থাকার পরও তারা আমাদের দুই ভাইয়ের উপর গুপ্ত হামলা করেছে। আমরা আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আমাদের আগামির নৌকার কান্ডারী মাহবুব রহমান রুহেলের নির্দেশনায় শান্ত ছিলাম। কিন্তু আগামীতে যদি আর একজন ভাইয়ের উপর হামলা করা হয় তাহলে পরিনতি ভালো হবেনা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তর মূলক শাস্তি দেওয়া হোক।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ অক্টোবর) ইছাখালী পাঠান বাড়ি থেকে জেয়াফত খেয়ে বাড়ি আসার পথে হামলা করে বিএনপির কয়েকজন সন্ত্রাসী।এতে ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর বাদশা ও ৭নং কাটাছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: আবু জাফর আহত হয়। 

Tags :

Share News

Copy Link

Comments *