ফেনীর ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে চান ৫ জন
- Updated Nov 22 2023
- / 537 Read
নিজস্ব প্রতিনিধি;
ফেনীর ৩টি সংসদীয় আসন থেকে নির্বাচনের অংশ নেয়ার জন্য জাতীয় পার্টি থেকে ৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এরা হলেন ফেনী-১ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরীর রাশেদ, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার। ফেনী-২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোন্দকার ও ফেনী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
মোতাহের হোসেন রাশেদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দাগনভূঞা উপজেলার সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট বিনোদ বিহারী, ছাগলনাইয়া উপজেলা সভাপতি আলাউদ্দিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ছাগলের পৌর সভাপতি ডাক্তার সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক বোকা ভাই, পরশুরাম উপজেলা সভাপতি রফিকুল ইসলাম মজুমদার, ফুলগাজী উপজেলার আহ্বায়ক মোঃ হানিফ, ফেনী পৌর সভাপতি নুরুল আলমবাসী, মহিলা পার্টির জেলা সভাপতি ফারহানা আইরিন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, যুব সংহতির সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক মিনহাজ মোরশেদ পাটোয়ারী, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব ফারুক চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক রেজাউল করিম সুমন, জেলা ওলামা পার্টি সভাপতি মাওলানা আব্দুর রহিম সাহেল, জেলা তরুণপাঠীর আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত