২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সরকার উৎখাত করার শক্তি বিএনপির নেই -দিলীপ বড়ুয়া
  • Updated Nov 04 2023
  • / 488 Read

 

মিরসরাই প্রতিনিধি;
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, ‘বিএনপি ২৮ অক্টোবর এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তারা যদি আন্দোলন এমন অবস্থায় নিতে পারত সবকিছু অচল হয়ে গেছে, সরকার দেশ চালাতে অক্ষম তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হতো। সরকার উৎখাত করার মতো শক্তি, মাজার জোর বিএনপির নেই’


শুক্রবার সকাল ১১টায় চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ দলের শীর্ষ নেতা কমরেড দিলীপ বড়ুয়া এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে দিলীপ বড়ুয়া বলেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বরং নির্বাচনের আয়োজন না করলে তা হবে সংবিধান পরিপন্থী। নির্বাচনের দরজা সবার জন্য খোলা। বিএনপি যদি নির্বাচনে না আসে, তা হবে তাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত।


মনোনয়ন প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, আমি এমপি না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শিল্প মন্ত্রী করেছেন। মন্ত্রী থাকা অবস্থায় মিরসরাইয়ে কর্মসংস্থান সৃষ্টি লক্ষে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এছাড়া মিরসরাই বিসিক শিল্প নগর, নিজামপুর সরকারি কলেজে অনার্স ও ডিগ্রি আমি চালু করেছি। ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন যদি অসুস্থতার কারণে নির্বাচন না করেন তবে আমি মিরসরাইতে সর্বধিক যোগ্য ও সিনিয়র প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবো। বাকি যারা আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা যেনো আমাকে স্যাক্রিফাইজ করে ত্যাগী মনোভাব দেখায়। তাহলে আমি শেষ বারের মতো মিরসরাইয়ের এমপি হয়ে আমার রাজনীতির শেষ করতে পারবো।’
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ- কমিটির সদস্য এডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া, হাইতকান্দি ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম প্রমুখ।

Tags :

Share News

Copy Link

Comments *