ফেনী-১ আসন কে হচ্ছেন নৌকার মাঝি
- Updated Nov 20 2023
- / 539 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে এখন পর্যন্ত দলীয় মনোনয়ন কিনেছে আওয়ামী লীগের অন্যতম শরীক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনে বিগত দুই বারের সংসদ সদস্য শিরীন আখতার এমপি।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন ফরম কিনেছেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আ'লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আবদুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী এটর্নি জেনারেল এডভোকেট সাহাব উদ্দিন আহম্মেদ টিপু, রোকেয়া বারী, জুয়েল জাকারিয়া।
ইতিমধ্যে জনমনে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা সবার মনে ঘূর্ণিপাক খাচ্ছে আসলেই ফেনী-১ আসনে কে হচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি? অনেকে বলতে দেখা গেছে, জোটের প্রার্থী হিসেবে শিরিন আখতার এমপিই হবে আগামী নৌকার মাঝি।
আবার কেউ বলছেন, আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেতে পারে নৌকার আগামী টিকেট। ফুলগাজী উপজেলার লোকজন মনে করেন এবং তৃণমূলের অনেকেই মনে করেন বিগত নির্বাচনে ফুলগাজীর সন্তান শেখ আব্দুল্লাহ এবার মনোনয়ন পেতে পারেন কারণ ইতিপূর্বে কয়েককবার মনোনয়ন চেয়েও পাননি। তিনি মনে করেন এবার দল হয়তো তাকেই মনোনয়ন দিবেন।
এদিকে ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য হওয়ার পর থেকে মানবিক ভাবে কাজে নৌকার প্রতীকের আশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার এবং মনোনয়ন পাওয়ার যোগ্য বলে মনে করেন অনেকেই।
আবার ছাগলনাইয়ার অনেকে আশাবাদী ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে নিয়ে।
সাধারণ জনগণ মনে করেন, আগামী সপ্তাহের মাঝেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো একজন নৌকার টিকেট নিয়ে মাঠে নামবেন বিহত এই দলটি।