রাজধানীতে স্টার লাইন স্প্রাউট ইন্টা: স্কুল’র জমি হস্তান্তর
- Updated Sep 23 2023
- / 250 Read
ঢাকা অফিস;
রাজধানীর ৩০০ ফিট, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ‘স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ’র ৬৩ কাঠা ভূমি বুঝিয়ে দিয়েছেন রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।
গতকাল সকালে রাজউক’র মেম্বার অব ভূমি নুরুল ইসলাম জায়গার দলিল হস্তান্তর করেন। জমি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, সাবেক সচিব বেলায়েত হোসেন, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক হাজী আলাউদ্দিন, আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, বেগমগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ।
উল্লেখ্য, স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ কানাডিয়ান একটি স্কুলের সাথে যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আন্তার্জাতিক মান বজায় রেখে পরিচালিত হবে। এতে ফেনীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত