মিরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৫ শিক্ষার্থীর লড়াই
- Updated Nov 04 2023
- / 525 Read
মিরসরাই প্রতিনিধি;
মিরসরাই উপজেলার মাধ্যমিকের বর্ষসেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৫ম আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৪টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজনে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন বর্ষসেরা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, বাবলু দে, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ।
হল সুপারের দায়িত্ব পালন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহান ও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ। এছাড়া অদম্য সেরাদের সেরা ৫ম আসরের পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ এবং পরীক্ষা পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মনজুর আলম ভূঁইয়া, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ জাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক সাহেদুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাইনুল হোসেন, সদস্য কামরুল ইসলাম, মাহবুব আলম, আনোয়ার হোসেন রাসেল, সফিউল ইসলাম।
অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দুটো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করেন। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জন প্রতিযোগী মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৫ম বারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ জন প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু'টো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত