হাজী আলাউদ্দিনের কন্যার মেডিকেল সাইন্সে ডিগ্রী অর্জন
- Updated Dec 08 2023
- / 933 Read
শহর প্রতিনিধি:
এফবিসিসিআইয়ের পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিনের বড় মেয়ে লুৎফুর নাহার ফারওয়া অস্ট্রেলিয়ার একটি বিশ^বিদ্যালয় থেকে মেডিকেল সাইন্সে ডিগ্রী অর্জন করেছে। বৃহস্পতিবার এ উপলক্ষে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন হাজী আলাউদ্দিন।
অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, ফারওয়া আমার বড় মেয়ে। তাকে আমরা একজন সু-চিকিৎসক বানাতে চাই। চিকিৎসক হিসেবে কর্মজীবনে যাতে ফারওয়া মানব সেবার মাধ্যমে সুনাম কুড়াতে পারে সেজন্য আমি সবার কাছে দেয়া চাই।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত