ফেনীতে ছাত্রদল নেতা জাবেদের খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকের সরঞ্জাম উদ্ধার
- Updated Mar 23 2025
- / 478 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে ছাত্রদল নেতা মো: আশরাফুল হাসান জাবেদ (৪০) এর বসত ঘরের খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা মো: আশরাফুল হাসান জাবেদ (৪০) কে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকা নিজ বাড়ি সংলগ্ন মুক্তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গোপন সূত্রে খবর পেয়ে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সোমেন মন্ডল ও বাংলাদেশ সেনাবাহিনীর দাগনভূঞা ক্যাম্পের মেজর শাহরিয়ারের নেতৃত্বে মাদক উদ্ধারের জন্য জাবেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার আগেই বিষয়টি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় সে।
পরবর্তীতে তার বসত ঘর তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র,বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করেন যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত জাবেদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহাবায়ক এবং ওই এলাকার মৃত রেজাউল হকের ছেলে।
দাগনভূঁইয়া মডেল থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ কক্ষে আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ, মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম রাখার অভিযোগে জাবেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত