০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
ফালাহিয়া স্টার‘স’র ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
  • Updated Feb 25 2025
  • / 401 Read

 

 

শহর প্রতিনিধি:

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এ শ্লোগানকে সামনে রেখে ফেনী ফালাহিয়া স্টার’স কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবা ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনীর নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) তানভীর আহমেদ।

 

 

মুয়াজ ইবনে কাশেম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল হান্নান, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জর গিফরী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আরিফুর রহমান রাফি, ব্যবসায়ী গোলাম সরোয়ার সোহাগ, নজরুল সেনা ফেনীর সভাপতি জুবাইর আল মুজাহিদ।

 

এছাড়াও ফালাহিয়া স্টার’স এর আশরাফ উদ্দিন মেহরাজ, আবু তালেব প্রান্ত, আতিকুল্লাহ বিন সাইদ, আব্দুর রহমান, আহমদ উল্লাহ, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনালে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে টিম ফিক্সার দল এবং রানার্স আপ এসআরবিএক্স এর দল। 

Tags :

Share News

Copy Link

Comments *