হিউম্যানিটি ইজ লাইফ ও ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল’র উদ্যোগে সোনাগাজীতে বিনামূল্যে রক্তে গ্রুপ নির্ণয় কর্মসূচি
- Updated Feb 24 2025
- / 466 Read
স্টার লাইন ডেস্ক: হিউম্যানিটি ইজ লাইফ এবং ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর যৌথ উদ্যোগে সোনাগাজী আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তে গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইজ লাইফ এর সভাপতি ও ফেনী ইউনিভার্সিটি ল ব্লাড সেল এর এসিস্ট্যান্ট পাবলিকেশন সেক্রেটারি নুরুল আমিন সজিব আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ইসমাইল হোসেনসহ হিউম্যানটি ইজ লাইফ এর ব্লাড টিমের সক্রিয় সদস্যবৃন্দ। হিউম্যানিটি ইজ লাইফ এর সভাপতি নুরুল আমিন সজিব বলেন, বর্তমান সময়ে প্রত্যেক মানুষের নিজের রক্ত গ্রুপ জেনে রাখা প্রয়োজন, বলা তো যায় না মানুষ কোন সময় দূর্ঘটনার স্বীকার হয়।
তিনি আরো বলেন, আমরা অনেক সময় ডেলিভারি রোগীর ক্ষেত্রে দেখি সিজার হওয়ার আগে রক্ত গ্রুপ জানে এবং ডোনার খোঁজে, রোগী যদি আগে থেকে তার রক্তের গ্রুপ জানে সেক্ষে ডেলিভারির সময় ডোনার খুঁজতে কষ্ট হয় না। সে জন্য আমরা বলবো প্রত্যেক মানুষকে নিজের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত