৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
পুসাক’র কমিটি গঠন সভাপতি সালমান ॥ সম্পাদক জিসান
  • Updated Feb 18 2025
  • / 783 Read


স্টার লাইন ডেস্ক:
'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)' এর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালমান আরিফ ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহিম সাঈদ জিসান।

গত সোমবার কমিটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 


'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক) ছাগলনাইয়াস্থ , পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন। ছাগলনাইয়া উপজেলার শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবার প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই সংগঠনের পথচলার শুরু এবং অদ্যবধি উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। এছাড়াও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও মানবতা ও মাববিকতার আলো ছড়াচ্ছে। তারা বিশ্বাস করে এই উপজেলার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন হলেই জীবনযাত্রা ও সামাজিক শৃঙ্খলা অর্জিত হবে।
 

Tags :

Share News

Copy Link

Comments *