সংবাদ শিরোনাম:
ফেনীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ
- Updated Feb 09 2025
- / 490 Read
ফেনী প্রতিনিধি,
পলাতক শেখ হাসিনার উস্কানীমূলক বক্তব্য, গাজীপুরে ছাত্র-জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের গুলি বর্ষণ এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
এ উপলক্ষে রবিবার বিকাল ৫ টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল ট্রাংক রোড, প্রেসক্লাব, এসএসকে সড়ক ও বড় মসজিদসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। ছাগলনাইয়া উপজেলার সংগঠক নাছির উদ্দিনের সঞ্চালনায়
এতে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির ফেনীর সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, ছাত্র প্রতিনিধি আব্দুল আজিজ, মোহাইমিন তাজিম, আব্দুল কাইয়ুম সোহাগ, নাগরিক কমিটির ফেনী সদর উপজেলা সংগঠক ওসমানী গনী রাসেল, দাগনভূঞাঁ সংগঠক এড আব্দুল্লাহ আল মুনসুর, পরশুরামের সংগঠক আব্দুল কাদের মিনার, ফুলগাজী সংগঠক রবিউল আজিম চৌধুরী।
বক্তারা বলেন, ওলী- আউলিয়ার বাংলাদেশে ফ্যাসিস্টদের আর জায়গা হবে না। পতিত আওয়ামী লীগনেত্রী হাসিনা ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। শয়তানি করে যাচ্ছেন। মনে রাখবেন, যারা আওয়ামীলীগকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা তাদের পাঁতানো ফাঁদে পা দিচ্ছেন।
এ সময় নেতারা আওয়ামী লীগের যে কোন ষড়যন্ত্র ছাত্র জনতাকে সাথে নিয়ে রুখে দেওয়ার ঘোষণা দেন।
Tags :
Feni
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত