০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র, ১৪৩১
ফেনীতে স্টার লাইন স্প্রাউট স্কুলের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন ৩৬ স্টলে ২০০ প্রকারের পিঠার প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা
  • Updated Feb 08 2025
  • / 467 Read

 

 

নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুইদিন ব্যাপী জমজমাট পিঠা উৎসব শুরু হয়েছে। শনিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে দুইদিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রতিকা সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সজিব তালুকদার, ফায়ার সার্ভিস ফেনীর উপ সহকারী পরিচালক হারুন অর রশিদ পাশা ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী। 

 

সহকারী শিক্ষক সেলিনা আক্তার ও কামরুন নাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আব্দুল হালিম, ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস, এডহক কমিটির সভাপতি শাহীদা আক্তার, কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল।

পিঠা উৎসবকে কেন্দ্র করে স্টার লাইন ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল রঙ্গিন সাজে সজ্জিত হয়েছে। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

স্টার লাইন ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলে আয়োজিত পিঠা উৎসব বরাবরের মতো এবারও লোকে লোকারণ্য হয়ে ওঠে। উৎসবে আগত দর্শনার্থীদের বিনোদন দিতে স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্যে মাতিয়ে রাখে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন চ্যানেলের কন্ঠ শিল্পীদের ধ্বনিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। 

 উৎসবের স্টলে পিঠা পায়েশ ছাড়াও রকমারী পণ্য ও শিশুদের খেলাধুলার সামগ্রী রয়েছে। উৎসবে স্টার লাইন ফুড প্রোডাক্টসের সকল পণ্যে ৩০% ছাড় দেওয়ার ঘোষনা দিয়েছেন স্টার লাইন গ্রুপ কর্তৃপক্ষ।

 

 

উদ্বোধনের পর জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা পিঠা উৎসবের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। 

দর্শনার্থী জুবায়ের আল মুজাহিদ বলেন, প্রতি বছরই স্টার লাইন স্কুল জমকালো পিঠা উৎসবের আয়োজন করে থাকে। আয়োজনে পিঠাফুলির পাশাপাশি গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। এটি ফেনীর সর্ববৃহৎ পিঠা উৎসব বলে আমি মনে করি। তাই প্রতিবারই আমি পরিবার ও স্বজনদের নিয়ে এ উৎসবে ঘুরে যাই। এখানে শেখার ও জানার অনেক কিছু পাই। 

তাসনিয়া কায়সার ইলমা নামের এক শিক্ষার্থী জানান, পিঠা উৎসবে অন্তত ২০০ ধরণের পিঠা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এখানে এসে নানা রকম পিঠা দেখলাম, নামও শিখলাম। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। স্টার লাইন গ্রুপ এমন আয়োজন প্রতিবছরই করবে, এমনটি আমরা প্রত্যাশা করি। 

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, এটি স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ১২তম পিঠা উৎসব। ফেনীর সর্ববৃহৎ দুইদিন ব্যাপী এ পিঠা উৎসবে ৩৬টি স্টলে প্রাচীন বাংলার পিঠাপুলির উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। রবিবার রাতে পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। 

Tags :

Share News

Copy Link

Comments *