এবারও সফলতার শীর্ষে স্টার লাইন ক্যাডেট কোচিং
- Updated Feb 02 2025
- / 386 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনীর স্টার লাইন গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার এবারও ক্যাডেট ভর্তি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে। স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার থেকে এবার লিখিত পরীক্ষায় ৩৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৮ জন উত্তীর্ণ হয়।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২০ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৭ জন বাংলা ভার্সন ও ৩ জন ইংলিশ ভার্সনে উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৮ জনই স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থী। স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে সফলতা অব্যহত রেখেছে। নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলে একমাত্র স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার থেকে ৮ জন উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো, আজমাইন উদ্দিন, মো: রাকিবুল ইসলাম তাসিন, শাহাদাত হোসেন ফয়সাল, খালেদ বিন লতিফ, ফাইরুজ নাওয়ার লমিয়া, মো. মাহিন, সাদিয়ান আনাস সিয়াম, মো. রিদওয়ান।
উত্তীর্ণ আজমাইন উদ্দিন’র পিতা স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার‘র সফল ধারাবাহিকতায় আমাদের পরিবারের দু‘সন্তান ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। আমার বড় ভাই জামাল উদ্দিনের পুত্র আরিক উদ্দিন বর্তমানে ফৌজদার হাট ক্যাডেট কলেজে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। আমার পুত্র ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত