কাজিরবাগে ইউপিতে প্রাতিষ্ঠানিক গণশুনানী
- Updated Sep 21 2023
- / 147 Read
সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন পরিষদে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে কাজিরবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফেনী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ। কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ লক্ষ্মণ চন্দ্র বনিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মু. ইলিয়াস আলি, সদস্য মোস্তাফিজুর রহমান টিটু, সংরক্ষিত মহিলা আসনের সদস্য রহিমা আক্তার রিনা, বীর মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ ভূঁইয়া, কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দত্ত, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, ফেনী জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা মো.সাইফুল ইসলাম, ফেনী জেলা লিগ্যাল এইড থেকে সুবিধাভোগী কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা বিবি মরিয়ম ও রেহেনা আক্তার, জেলা লিগ্যাল এইড থেকে আইনগত সহায়তা প্রত্যাশী কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মনোয়ারা বেগম, রহিমা খাতুন ও আবু তৈয়ব বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ফেনী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ বলেন, ফেনী কাজিরবাগ ইউনিয়নে প্রাতিষ্ঠানিক গণশুনানীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও অত্র ইউনিয়নের অস্বচ্ছল ও অসহায়দেরকে সম্পূর্ণভাবে বিনা পয়সায় আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধান অতিথি সুন্দর ও প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
গণশুনানী অনুষ্ঠানে কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের আওতাধীন স্কুল ও মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষক ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত