ফেনীতে নজরুল সেনা ফেনীর উদ্যোগে শহীদদের স্মরণে এবং তারুণ্যের উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
- Updated Jan 18 2025
- / 316 Read
শহর প্রতিনিধি
ফেনীতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তারুণ্যের উৎসব উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ নজরুল সেনা ফেনী । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় শহীদদের স্মরণে নিরবতা পালন ও দোয়া, ফেনীর আন্দোলন ও বন্যা নিয়ে ডকুমেন্টারি, কবিতা, দেশাত্মবোধক গান, দ্রোহের গান, কাওয়ালী ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, ফেনী জেলা বিএনপির গাজী হাবিব উল্যাহ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আব্দুর রহিম, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সহ মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত, বাংলাদেশ নজরুল সেনার কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. ইসমাইল, নজরুল সেনা ফেনীর প্রধান উপদেষ্টা এডভোকেট খোরশেদ আলম খন্দকার, ফেনীর শহিদ ইশতিয়াক আহমদ শ্রাবনের বাবা নেছার আহম্মদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিবৃন্দ, নজরুল সেনা ফেনীর সদস্যবৃন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল সেনা ফেনীর সভাপতি জুবাইর আল মুজাহিদ।
আলোচনা সভা শেষে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
শেষে ফেনীর বিজয় মঞ্চ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চের শিল্পীরা দেশাত্মবোধক, দ্রোহের গান, কাওয়ালী ও ফোক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।