আইএইচআরসি'র প্রতিনিধি সম্মেলন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা- মানবাধিকার নিশ্চিতে যুগে যুগে সংগ্রাম করতে হয়েছে
- Updated Jan 04 2025
- / 344 Read
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে একটি কল্যানকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে মানুষের অধিকার নিশ্চিতের বিকল্প নেই। আমাদের দেশে মানবাধিকার নিশ্চিতে যুগে যুগে সংগ্রাম ব্যাপক সংগ্রাম করতে হয়েছে। কারণ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে সরকারই এসেছে তারা মানুষের অধিকার খর্ব করেছে। তবে ফ্যাসিস্ট হাসিনা গত ১৫ বছরে দেশের সকল মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এখন হাসিনা দেশ থেকে পালিয়ে আওয়ামীলীগের মতো প্রাচীন দলের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার হরণ করেছে। হাসিনা জুলুম নির্যাতন করায় তার সমর্থকরা এখন কথা বলতে পারছে না।
গত বৃহস্পতিবার শহরের একটি কনভেনশন হলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক গাজী মনির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন জেলা শাখার সমন্বয়ক এডভোকেট শাহাজালাল ভূঁঞা সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহাফুজুর রহমান।
বক্তারা আরো বলেন, স্বাধীনতার এতো বছর পরে এসেও আমরা মানবাধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে পারি নাই। মানুষের মৌলিক অধিকারগুলো আমাদের নীতি নির্ধারকগণ সব সময় খর্ব করে। তাই যুগে যুগে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমাদের ছাত্র-জনতা এ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা ছাত্রদের নেতৃত্বে আবার দেশ নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এ সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে মানবাধিকার নিশ্চিতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সাইদুর রহমান, কেন্দ্রীয় জামায়াতের মজলিসের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আয়াত উল্যাহ, বখতারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের সভাপতি ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, ফেনী ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. সুশান্ত বডুয়া, জেলা হেফাজতে ইসলামের সেক্রোটারি মাওলানা ওমর ফারুক, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা নূরুল করিম ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁঞা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের পরিচালক রুহুল আমিন বাদল, কাজী সাব্বির, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মেহজাবেন মেহরাজ, মিডিয়া পরিচালক বিপ্লব পার্থ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল আলম ভিপি জাহিদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এলিন প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন।