০৫ ডিসেম্বর, ২০২৪ || ২০ অগ্রহায়ণ, ১৪৩১
স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত এবার চমক নিয়ে আসছে প্রবাসী-৪
  • Updated Nov 27 2024
  • / 488 Read

 

 

জুবাইর আল মুজাহিদ:

প্রবাসীদের বাস্তব জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়ে স্টার লাইন ফুড প্রোডাক্টস’র প্রযোজনায় আবারো নির্মিত হচ্ছে এক পর্বের পূর্ণদৈর্ঘ্য নাটক প্রবাসী-৪। নাটকটিতে দেশের অন্যতম তারকারা অভিনয় করছেন। দর্শকদের আগ্রহ ধরে রাখার জন্য অভিনেতাদের নাম গোপন রাখা হচ্ছে বলেন জানান জনপ্রিয় নাট্য পরিচালক রাহাত মাহমুদ ফয়সাল। 

 

 

এর আগে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো নিয়ে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে প্রবাসী ১, প্রবাসী ২ ও প্রবাসী ৩। শর্টফিল্মগুলো দেশে এবং বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিলো। শর্টফিল্ম গুলো দেখে লক্ষ লক্ষ প্রবাসী তাদের হৃদয় নিংড়ানো অনভূতিগুলো প্রকাশ করে উৎসাহ দিয়েছিল প্রযোজকদের। 

প্রবাসী-১ ও প্রবাসী-২ শর্টফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমূল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই। প্রবাসী-৩ শর্টফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী, শামীম আহমেদসহ অন্যন্য অভিনেতারা। স্বল্পদৈর্ঘ্য এসব ফিল্মে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে।

 

এক পর্বের পূর্ণদৈর্ঘ্য নাটক প্রবাসী-৪ অভিনয় হচ্ছে শুনে প্রবাসী রাশেদুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে জানান, স্টার লাইন ফুডের প্রযোজিত প্রবাসী সিরিজের শর্টফিল্মগুলো আমার আবেগকে নাড়া দেয়। তাদের নাটকগুলোতে প্রবাস জীবনের বাস্তব চিত্রগুলো ফুটে উঠে। আমরা যখন শর্ট ফিল্মগুলো দেখি তখন নাটকের বিষয়বস্তুর সাথে নিজেরদের মিল খুজে পাই। আমরা আমাদের মা, বাবা, স্ত্রী, সন্তান ও নিকটজনদেরকে রেখে খুবই কষ্টে দিনাতিপাত করি। আমাদেরকে নিয়ে কেউ সেভাবে কাজ করে না। স্টার লাইনের এক পর্বের পূর্ণদৈর্ঘ্য নাটক প্রবাসী-৪ নাটক আসছে শুনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ‘ফেনী জেলা তথা সারা দেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে ফেনীসহ পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রবাসীরা বাংলাদেশকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে ও আমাদের নিকটজনেরা প্রবাসে থাকায় তাদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তাদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো মানুষের সামনে তুলে ধরতে স্টার লাইন প্রোডাক্টস ধরাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী ভাইদের অনুরোধে শর্টফিল্মকে আমরা স্বল্পদৈর্ঘ্য নাটকে রূপ দেওয়ার চেষ্টা করছি। আশা করছি নাটকটি পূর্বের মতো দর্শকদের মন ছুয়ে যাবে। 

 

Tags :

Share News

Copy Link

Comments *