২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে ইকোরেভল্যুশন’র ওয়ার্কশপ
  • Updated Nov 18 2024
  • / 345 Read

 

শহর প্রতিনিধি: 

ফেনীতে পরিবেশবাদী সংগঠন ইকোরেভল্যুশন'র উদ্যোগে ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন। 

 

 

ইকোরেভল্যুশনে'র প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অর্পন দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আলম ভূঞা, মো. মোতাহের হোসেন, মোশাররফ হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন ও ইকোরেভল্যুশনে'র উপদেষ্টা লায়ন্স ফয়সাল ভূঞা। সেমিনার পরবর্তী 'ক্লাইমেট অ্যাকশন' শিরোনামে ওয়ার্কশপে স্পিকার ছিলেন জলবায়ু বিজ্ঞানী আবদুর রহমান। 

 

প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন বলেন, প্রতিদিন মানবদেহ থেকে ৫০ বিলিয়ন ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড নিঃসরিত হয়।উন্নত বিশ্ব শিল্পায়নের প্রভাবে বায়ুমন্ডলে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বন্যা ও মহাপ্লাবনের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার বিশ্বাস আমাদের তরুণ প্রজন্ম ইকোরেভল্যুশন'র মতো সকল স্বেচ্ছাসেবী সংগঠন পরিশুদ্ধ টেকসই পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালা শেষ অংশগ্রহণকারী ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *