ফেনীতে আলোকিত মানবিক অর্গানাইজেশনের আত্মপ্রকাশ
- Updated Nov 01 2024
- / 472 Read
শহর প্রতিনিধি
ফেনীতে আলোকিত মানবিক অর্গানাইজেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সম্প্রতি শহরের ক্রাউনওয়েস্ট রেষ্টুরেন্টে এক সভার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
সভায় হোসাইন রাব্বানীকে সভাপতি ও শরীফ মাহবুবকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মো: জীবন, শাহাদাত হোসাইন, আজিজুল হক, রাহাত চৌধুরী ইবু, আরমান শেখ, জাহেদুল হক নিলয়, কামরুল ইসলাম রাহিম, আনাস, ইমন মিয়াজি, নেয়ামত উল্যাহ, মেজবা চৌধুরী, আফরা ইয়াসমিন, রামিছা রহমান চৌধুরী, মো: স্বাধীন, আবদুর রহমান আজমির, রাশেদ আহমেদ, ফাহিম আলম, বিপ্লব আলম, রিম রহমাম, আবদুল্লাহ আল আমিন ও তাসনিম ভূঞা।