‘শিবিরকর্মীদের যোগ্য নাগরিক হতে হবে’ - সাবেক কেন্দ্রীয় সভাপতি
- Updated Oct 26 2024
- / 461 Read
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে একেকজন যোগ্য নাগরিক হতে হবে। সকল কর্মী ক্যারিয়ার গঠনে বিশেষভাবে নজর দিতে হবে। পড়াশোনার মাধ্যমে যোগ্যতা অর্জন করে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিজের অবস্থান নিশ্চত করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অনুরোধ জানান তিনি।
গতকাল শনিবার দুপুরে কিং অব কমিউনিটি সেন্টারে ফেনী শহর ছাত্রশিবিরের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, তারুণ্য একটি ঝড়ের নাম। ফ্যাসিস্ট দমনে তরুনরা যে অন্যন্য ভূমিকা রেখেছে তা দেখে বিশ^বাসী অবাক হয়েছে। এখনো তরুনরা মানুষ কে আশার আলো দেখিয়ে যাচ্ছে। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সকল কর্মীকে বিপ্লবের স্মৃতি ধারণ করে স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুকের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, কেন্দ্রীয় সাবেক ব্যবসা বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইমাম হোসেন।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী শহর শাখার ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সালাউদ্দিন কিরন ও ইসমাইল হোসেন। এছাড়াও শহর শাখার ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো: ইউনুস, অর্থ সম্পাদক মেহেদী হাসান মিশকাত, প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের ছাত্রশিবিরের কর্মীরা উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত