২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
নজরুল সেনা ফেনীর কমিটি গঠন সভাপতি: মুজাহিদ, সম্পাদক: নোবেল
  • Updated Oct 26 2024
  • / 414 Read

 

 

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি জুবাইর আল মুজাহিদ, সহ-সভাপতি যোবায়ের হোসেন রাকিব, আবদুল কাইয়ুম সোহাগ ও শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বদরুদ্দোজা নোবেল। কমিটির সদস্যরা আগামী ২০২৪-২০২৫ সালের জন্য দায়িত্ব পালন করবেন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনী জেলা নজরুল সেনা কর্তৃক আয়োজিত এক সভায় সদস্য, উপদেষ্টামন্ডলী ও আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 

 

 

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হোসেন ও এম এ আরাফাত। সাংগঠনিক সম্পাদক তাহমিদ ভূইঁঞা, সহ সাংগঠনিক সম্পাদক সায়েমা বিনতে ফারুক, মো: আতাউল্লাহ, দপ্তর সম্পাদক মুয়াজ ইবনে কাশেম, অর্থ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, শিল্প সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল্লাহ রিদওয়ান, পরিবেশ বিষয়ক সম্পাদক আহমাদ উল্যাহ, সাহিত্য সম্পাদক ওসমান মোহাম্মদ সুরাইম, সমাজসেবা সম্পাদক আজহারুল ইসলাম, প্রকাশনা ও গ্রাফিক্স সম্পাদক জুবায়ের আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মাইনুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক আহমেদ মিশকাত।

 

উল্লেখ্য, বাংলাদেশ নজরুল সেনা একটি বেসরকারি গণ উন্নয়নমূলক সংগঠন। সংগঠনটি মূলত বাংলাদেশের শিশু, কিশোর ও তরুণদের সাংস্কৃতিক বিকাশ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। নজরুলের দর্শন সংগঠনটির লক্ষ ও উদ্দেশ্য পূরণে অনুপ্রেরণা প্রদান করে থাকে।

নবনির্বাচিত সভাপতি জুবাইর আল মুজাহিদ বলেন, “কবি কাজী নজরুল ইসলাম ছিলেন এক অসামান্য শক্তিমান কবি। স্বপ্ন জাগানিয়া কবি। দেশ ও জাতির জাগরণের এক অসীম সাহসী কবি। আমাদের জীবনে তাঁর কবিতা ও গান অবিস্মরণীয় হয়ে আছে। তাঁর সেসব কবিতা ও গানে রয়েছে আমাদের জাগরণের কথা। প্রতিদিনের যাপিত জীবনের কথা। সেগুলো আমাদের আরও বেশি করে জানতে হবে। কবির রচনাবলী ও জীবনী আমাদের অনেক বেশি বেশি পড়তে হবে। তাহলে আমাদের জন্য খুলে যাবে এক বিষ্ময়কর দরজা।”

Tags :

Share News

Copy Link

Comments *