০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনী কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ
  • Updated Oct 21 2024
  • / 469 Read

 

শহর প্রতিনিধি:

নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস বির্নিমাণের লক্ষ্যে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

 

গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খন্দকার, উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন। 

 

এছাড়াও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, বিএসসি  ডিপার্টমেন্ট ছাত্রদলের আহবায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সিনিয়র সদস্য নোমানুল হক নোমান, মোহাম্মদ হাসানুজ্জামান, সমাজকর্ম ডিপার্টমেন্ট এর আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক গোলাম মাওলা পারভেজ, বিএ ডিপার্টমেন্ট এর সদস্য সচিব  মতিউর রহমান আশিক, যুগ্ম-আহবায়ক ওমর ফারুক  ,বিজ্ঞান বিভাগের সদস্য সচিব শাহরিয়ার সাগর,  বিএসএস ডিপার্টমেন্ট এর সদস্য সচিব  সামিউল আহসান, উচ্চমাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, বিবিএস ডিপার্টমেন্ট এর যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন শাকিল, মোঃ জাবের সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *