ফেনী সদরে সরিষা আবাদ নিয়ে উঠান বৈঠক
- Updated Sep 21 2023
- / 143 Read
সদর প্রতিনিধি;
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে সরিষা আবাদ নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের রতনপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক মো. সুমনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা। এ সময় তিনি বক্তব্যে বলেন, দেশ এখন খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ। প্রধানমন্ত্রীর নিদর্শনা মোতাবেক দেশের প্রতিটি ইঞ্চি ভূমির ব্যবহার নিশ্চিত কল্পে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। তারই আলোকে আজকের এই উঠান বৈঠক। আগামীতে আমরা তৈল আমদানি নির্বরতা কমাতে চাই। তাই এখনই সময় সরিষা আবাদের পরিকল্পনা গ্রহন করতে হবে।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার প্রনব চন্দ্র মজুমদার, উপসহকারী কৃষি অফিসার টুটন মজুমদার ও নুসরাত নৌওসীন টুম্পা।
বিশেষ অতিথির বক্তব্যে উপসহকারী কৃষি অফিসার প্রনব চন্দ্র মজুমদার বলেন, সরকার বীজ ও সার সহায়তা দেবে। আর আপনারা (কৃষকরা) চাষ দিয়ে সরিষা বপন করবেন। এ ব্যাপারে আপনারা কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা ও সহায়তা পাবেন।
উঠান বৈঠক শেষে আলোক ফাঁদ প্রদর্শনীতে অংশ নেন অতিথি ও কৃষকরা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত