ফেনীতেও প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব
- Updated Oct 13 2024
- / 362 Read
স্টাফ রিপোর্টার:
ফেনীতে বিজয়ী শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের বড় উৎসব শেষ হয়েছে। গতকাল বিকেলে শহরতলি কালিদহ ইউনিয়নে দশমী ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব সম্পন্ন হয়েছে।
দশমী ঘাটে প্রতিমা বিসর্জন ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, ফেনীস্থ ক্যাম্পের কমান্ডার লে: কর্নেল কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, ফেনীস্থ র্যাবের অতিরিক্ত পরিচালক শেখ সেলিম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমির কর, সদস্য পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, পৌর উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেজর ফাহিম মোনায়েম, আনসার বিডিপির জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় দাশমী ঘাটে দর্শনার্থীদের ভীড় দেখা যায়।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বক্তারা বলেন, এবার দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন কারা হয়েছে। অতীতে এ ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করা হয়নি। আমরা উৎসবকে শান্তিপূর্ণ করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়কদের প্রতি ধন্যবাদ জানাই।
তারা আরও বলেন, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে। যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবো।
শেষে দাশমী ঘাটে উলুধ্বনির মধ্যদিয়ে ফেনী সদর ও পৌরসভার সকল পূজামণ্ডপ থেকে আগত প্রতিমা বিসর্জ্জন দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা সম্পন্ন হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত