ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- Updated Oct 13 2024
- / 366 Read
নিজস্ব প্রতিনিধ :
ফেনী ছাগলনাইয়া উপজেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক মো: আলমগীর সিদ্দিকী ও ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি’র একাংশ। গতকাল শনিবার সকালে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে টেকনাফ যাওয়ার পথে বিগত ২০১৭ সালে ২৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পার হওয়ার সময় গাড়ী বহরে বিগত আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০জন নেতাকর্মী আহত ও ২০টি গাড়ী ভাংচুর করা হয়। এই হামলার বিচারের দাবীতে ৭ বছর পর গত ০৯ অক্টোবর ২০২৪ইং তারিখে বিএনপি নেতা সুলতান মো: সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২৫১জনের নামে এবং অজ্ঞাত আরো ২০০জনকে বাদী করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং: ০৭। এ মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামও রয়েছে। ভুক্তভোগী বিএনপির নেতা মাঈনুল ইসলাম ভূঁঞা মিনার ও স্কুল শিক্ষক মহিবুল ইসলাম মামুনকে এজহারভুক্ত আসামী করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত নেতাদের বহিষ্কারের দাবী করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় ছাগলনাইয়া উপজেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক মো: আলমগীর সিদ্দিকী ও ঘোপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা উদ্দেশ্য প্রনোদিতভাবে ঘোপাল ইউনিয়নের বিএনপি নেতা সুলতান মো: সিকান্দার ভুট্টোকে দিয়ে বাদী করে ৪৫১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মামলা দায়ের করার পরে উক্ত দুই নেতা আওয়ামীলীগ ও বিএনপি নেতাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করেন। ঐ দু’নেতার বিরুদ্ধে নিরবে মোটা অংকের চাঁদা আদায় করেছেন বলে অভিযোগও করেন।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, এ মামলার তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
সংবাদ সম্মেলনের ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাবেক মেয়র মো: আলমগীর বিএ সংবাদ সম্মেলনের ব্যাপারে তিনি কোন কিছুই জানেন না বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম.জি কিবরিয়া, উপজেলা যুবদলের সদস্য আমজাদ হোসেন আজাদ, শুভপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসুল, সদস্য রেজাউল করিম, কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত