২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
‘তারুণ্যের আলো ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী
  • Updated Oct 13 2024
  • / 377 Read

 

পরশুরাম প্রতিনিধি:

সামাজিক উন্নয়ন ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের আলো ফাউন্ডেশন''র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মিলাদ মাহফিল কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সত্যনগরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা হয়। 

 

এরপর সংগঠনের পক্ষ থেকে গত দুই বছরের আয় ব্যয় ও সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব আবুল কাশেম। 

বিশেষ অতিথি ছিলেন, মির্জানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার, তারুণ্যের আলো ফাউন্ডেশনের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মাস্টার কবির আহমেদ, সাবেক বিআরডিবি কর্মকর্তা আব্দুল বারেক, সুবার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির আহমদ মিন্টু, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ আহমেদ, উপদেষ্টা ফয়েজুল মাহি চৌধুরি টিপু পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন।

 

 

তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আজাদ হোসাইন শান্তর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন সাদ্দাম।

সংগঠনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পলাশ এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজালাল রানা, দপ্তর সম্পাদক আবুল হাশেম।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন সত্যনগর জামে মসজিদের খতিব মাওলানা মর্তুজা, মিলাদ পরিচালনা করেন মাওলানা শামসুল করিম শাহ আলম।

কেরাত প্রতিযোগিতায় ইফাত আক্তার এলিন হাফেজিয়া মাদ্রাসা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জন্য স্বীকৃতি স্বরূপ সংগঠনের সদস্যদের সম্মাননা স্বারক উপহার দেওয়া হয় এছাড়াও উপদেষ্টাদের সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

Tags :

Share News

Copy Link

Comments *