সংবাদ শিরোনাম:
নিজ দলীয়দের ভয়ে ফেনীতে জীবনের নিরাপত্তা চান স্বেচ্ছাসেবক দল নেতা
- Updated Oct 08 2024
- / 387 Read
ফেনী প্রতিনিধি,
নিজ দলীয় হামলাকারীরা মামলায় আসামী হওয়ার পরও গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিনাতিপাত করছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ও ওমানস্থ সালালা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরের দিকে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ২০ বছর প্রবাসে থেকে ফেনীর বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রতি ফেনীতে ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় শুরু হলে আমি দেশে এসে পানি, খাবার ও ঔষধপত্র নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াই। এতে করে স্থানীয় কিছু লোক আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়।
২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর অনুষ্ঠানে যোগ দিতে আমি রাধানগর ইউনিয়নের অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে জঙ্গল মিয়া এলাকায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক কপিল সরকারের ভাই মামুন সরকার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন আমাকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে কপিল সরকারের বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে মামুন সরকার ও ইমরান সহ আরো কয়েকজন মিলে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় ছাগলাইয়া থানায় আমার মা মনোয়ারা বেগম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর মামুন, ইমরানসহ ৯ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। পুলিশএখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করেনি। আসমিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে।
এতে করে বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি ফেনীর পুলিশ প্রশাসন সহ বিএনপি নেতার রফিকুল আলম মজনুর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী প্রবাসী শাহাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেনের স্ত্রী নার্গিস সুলতানা ও বন্ধু রাকিবুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags :
Feni
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত