ফেনী জেলা যুবদলের উদ্যোগে কারামুক্ত ৩শ যুবদল নেতাকর্মীকে সংবর্ধনা
- Updated Jun 01 2024
- / 687 Read
স্টাফ রিপোর্টার:
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ এবং পরবর্তী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সরকার দল ও পুলিশের হাতে গ্রেপ্তার ও নির্যাতিত হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। এর মধ্যে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক খোন্দকার নাসির উদ্দীনসহ প্রায় তিনশ যুবদলের নেতাকর্মী ওই সময় গ্রেফতার ও নির্যাতিত হয়েছে। ফেনী জেলা যুবদলের উদ্যোগে ৩শ কারামুক্তদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জেলা জজ কোর্ট সংলগ্নে কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক খোন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো: সাহেদ, যুগ্ম সম্পাদক ও লক্ষীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করমি লিটন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ও নুরুল আজিম সুমন, সদস্য আমীরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন বিপি বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিবলু, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমূখ বক্তব্য রাখেন।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দর হাত থেকে কারামুক্ত নেতাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে নেতৃবৃন্দেরা বেগম খালেদ জিয়া, তারেক রহমান ও যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত