স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে শতভাগ পাশ
- Updated May 12 2024
- / 721 Read
শহর প্রতিনিধি:
ফেনীর একমাত্র সরকার অনুমোদিত স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল (ইংলিশ ভার্সন) স্কুলের এসএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে।
আজ (১২ ই মে) রবিবার প্রকাশিত কুমিল্লা শিক্ষাবোর্ডে অধীন স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশিত হয়। ফলাফলে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে স্কুলটি। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলে পাশ করে। শিক্ষার্থীদের মধ্যে ১ জন গোল্ডেন (এ+) এবং ২ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) পেয়েছে। বাকি সকল শিক্ষার্থী (এ) গ্রেড পেয়ে স্কুলের সাফলতা ধারাবাহিক ভাবে ধরে রেখেছে।
স্টার লাইন গ্রুপ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল হালিম বলেন, অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের আন্তরিক তত্ত্ববধানে এবং শিক্ষার্থীদের অধ্যবসায় এ ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। স্কুলের সকল শিক্ষার্থীকে বছরের শুরু থেকে নিবিড় তত্ত্ববধানে পাঠদান করানো হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত