আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা কর্মসূচী
- Updated May 05 2024
- / 557 Read
শহর প্রতিনিধি:
ফেনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ফেডারেশনের ফেনী শহর শাখার আয়োজনে বিভিন্ন ট্রেড ইউনিয়নের ব্যানারে বুধবার এসব কর্মসূচী পালিত হয়।
ওই দিন মে দিবস উপলক্ষে একটি র্যালী ফেনী শহরের ওয়াপদা মাঠ থেকে বের হয়ে মহিপাল জিরোপয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ফারুক আহমদ আজাদ, ফেনী শহর শাখার উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি মু. মুনির হোসেন, ফেনী শহর সভাপতি ও হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাকের হোসেন রুবেল ও পরিবহন সেক্টরের জেলা সভাপতি মো: ইউনুছ প্রমূখ। র্যালী ও কর্মসূচীতে ফেনী সদর উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, ফেনী শহর আড়ৎ কল্যাণ সমিতি, ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশ নেয়।
র্যালী শেষে ফেডারেশনের সদস্যরা দিনব্যাপী ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারী ও শ্রমিক জনতার মাঝে ঠান্ডা শরবত, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরন করেন। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। রাতে ফেনী শহরের একাধিক পয়েন্টে হতদরিদ্র শ্রমিকদের মাঝে লুঙ্গি ও গামছা বিতরণ করা হয়।
একই দিন দাগনভূঞা উজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাসান মাহমুদ ও দাগনভূঞা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি, কামাল হোসেনের নেতৃত্বে দাগনভূঞায় র্যালী, আলোচনা সভা ও ঠান্ডা শরবত এবং লিফলেট বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি সৈয়দ মাঈন উদ্দীনের নেতৃত্বে বিভিন্ন ট্রেড ইউনিয়নের ব্যানারে সোনগাজী বাজারে র্যালী, আলোচনা সভা লিফলেট বিতরণ, শরবত বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ছাগলনাইয়া পৌরসভা শ্রমিক কল্যাণ সভাপতি ও দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গনি আরিফের নেতৃত্বে¡ ছাগলানইয়ায় র্যালী, ঠান্ডা পানি, জুস ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
অপরদিকে, ফেনী সদর উপজেলা সভাপতি আজিজুল করিম, ছাগলনাইয়া উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেন লিটন, ফুলগাজী উপজেলা সভাপতি মাস্টার সহিদ উল্যাহ ও পরশুরাম উপজেলা সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে বিভিন্ন বাজারে লিফলেট বিতরন, ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত