২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  • Updated May 03 2024
  • / 527 Read

 

শহর প্রতিনিধি;

ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩ মে) সকালে শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাবের মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়। ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন’র নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, আরটিভি ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, নিউজ টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি নজির আহমেদ রতন, যমুনা টিভির স্টাফ করসপনডেন্ট আরিফুর রহমান, সময় টিভি স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক শামীম, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার ফেনী নির্বাহী সম্পাদক সমির উদ্দিন ভূঞা, দৈনিক আমার সংবাদ ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি ওমর ফারুক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক শেখ  আশিকুন্নবী সজীব প্রমুখ।

এসময় ফেনী কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা-অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে। আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই।

Tags :

Share News

Copy Link

Comments *