২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
জহিরিয়া মসজিদের সৌন্দর্যে পরিবেশ ক্লাব’র ডাস্টবিন
  • Updated Apr 24 2024
  • / 498 Read

 

শহর প্রতিনিধি:

ফেনীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দৃষ্টিনন্দন হিসেবে পরিচিত জহিরিয়া মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর ডাস্টবিন স্থাপন। 

স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উপদেষ্টা জাফর উদ্দিন’র সহযোগিতায় ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর সার্বিক তত্ত্বাবধানে সোমবার (২২ এপ্রিল) বিকালে ফেনী জহিরিয়া মসজিদের সামনে ডাস্টবিনগুলো স্থাপন করা হয়। 

 

 

জহিরিয়া মসজিদের সহ-সভাপতি আবুল কাশেম জানান, জহিরিয়া মসজিদের ঐতিহ্য ও সৌন্দর্য ফেনীর মানুষদের জন্য গর্বের। প্রতি ওয়াক্ত নামাজে এই মসজিদে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। মুসল্লিদের আসা যাওয়ার সময় এবং পথচারীদের মধ্যে অনেকেই কাগজের টুকরোসহ বিভিন্ন ধরনের অপচনশীল ময়লা মসজিদের সামনে ফেলে রাখেন। এতে আশপাশ অপরিচ্ছন্ন থাকে। পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর ডাস্টবিন প্রদান প্রকল্প নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। 

প্রকল্প বাস্তবায়নকারী পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবং ফেনীর ঐতিহ্য বহনকারী জহিরিয়া মসজিদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসব ডাস্টবিন স্থাপন করা হবে। এতে আমাদের আশপাশ যেমন পরিচ্ছন্ন থাকবে তেমনি সাধারণ মানুষ আরো বেশি সচেতন হবে বলে আমি বিশ্বাস করি।

 

প্রকল্প বাস্তবায়নকারী পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ জানান, পবিত্রতা ঈমানের অঙ্গ, আমাদের সবাইকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। কেননা আমাদের অসাবধানতায় পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটতে পারে। তাই সবার সচেতনতা একান্তই কাম্য। পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক সাধারণ মানুষকে সচেতন করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

Tags :

Share News

Copy Link

Comments *