২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্টার লাইন কাউন্টারে স্থাপিত হেল্পিং মাইন্ড’র পাঠাগার উদ্বোধন
  • Updated Apr 08 2024
  • / 526 Read

 

শহর প্রতিনিধি;

ফেনীতে স্টার লাইন স্পেশাল প্রধান বাস কাউন্টারে স্থাপিত হেল্পিং মাইন্ড’র পাঠাগার উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বিকালে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কস্থ স্টার লাইন’র প্রধান বাস কাউন্টারে স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড অবকাশ পাঠাগারের উদ্বোধন করেছেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও হেল্পিং মাইন্ড'র সভাপতি ও ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মোস্তাক।

 

উদ্বোধনকালে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান হেল্পিং মাইন্ড’র সভাপতি সোহেল মোস্তাককে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সহযোগীতায় স্টার লাইন বাস কাউন্টারে পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে আমাদের যাত্রীদের অবকাশকালীন সময় বইপ্রেমীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে তরুনেরা মোবাইল আসক্ত হয়ে বই পড়া থেকে দূরে সরে গেছে। আমরা চাই আমাদের মেধাবী তরুণেরা আবারো বইয়ের প্রতি আসক্ত হোক। 

 

স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় হেল্পিং মাইন্ডের সভাপতি বলেন, ঝিমিয়ে পড়া যুব সমাজকে বইয়ের পাঠ্যভ্যাসের মাধ্যমে সজাগ করতে। বই কিনে কেউ দেওলিয়া হয় না। পৃথিবীর সেরা নেশা হচ্ছে বই পড়া। কিন্তু বর্তমান সময়ে মোবাইল আসক্তি আমাদেরকে বই থেকে দূরে সরিয়ে রাখছে। স্টার লাইন ঢাকা বাস কাউন্টারে শীঘ্রই আমাদের আরেকটি পাঠাগার স্থাপিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, হেল্পিং মাইন্ড'র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাপ্পি, কোষাধ্যক্ষ মানছুর আলম প্রমূখ।

 

Tags :

Share News

Copy Link

Comments *