২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
দাগনভূঞা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক
  • Updated Mar 12 2024
  • / 571 Read

 

 

ফেনীর বদনাম যাতে না হয় 

সেদিকে সবাই খেয়াল রাখুন

-নিজাম হাজারী এমপি

 

নিজস্ব প্রতিনিধি: 

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, আপনারা যারা সাংবাদিকতা করেন, তাদের মনে রাখতে হবে; আপনারাও এই এলাকার বাসিন্দা। সাংবাদিকতা হচ্ছে আপনাদের একটি পেশা। আপনাদের লেখনির মাধ্যমে যাতে ফেনীর কোন বদনাম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ ফেনীর বদনাম হলে সে বদনাম থেকে আপনিও কিন্তু বাদ যাবেন না। তিনি গতকাল সোমবার দাগনভূঞা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

 

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।

প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইয়াছিন করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সময় টিভির ব্যুরো চীফ বখতিয়ার ইসলাম মুন্না, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,  বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম খান, সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ মেজবাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব অভিষেক কমিটির আহ্বায়ক এম এ তাহের।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। শেষে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

 

Tags :

Share News

Copy Link

Comments *