২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
দাগনভূঞায় দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার
  • Updated Mar 05 2024
  • / 440 Read

 

 

দাগনভূঞা প্রতিনিধি:

"প্রবাসীর কল্যাণ,মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার'' এই প্রতিপাদ্য নিয়ে দাগনভূঞা উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে রবিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার নিবেদিতা চাকমা। 

 

ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন মোল্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, প্রবাসী কল্যাণ ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জোনাইদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিদেশ ফেরতকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *