ফুলগাজীতে আমের মুকুলের মৌ মৌ গন্ধ সুবাস ছড়াচ্ছে
- Updated Mar 04 2024
- / 660 Read
কবির আহমেদ নাছির:
ফেনী জেলার বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। যে গন্ধ মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল। আম বাগানের গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন ফুলগাজীর বাগান মালিকরা। ফুলগাজীতে উল্লেখযোগ্য বাগান না থাকলেও ফুলগাজির ছয়টি ইউনিয়নে দেশীয় জাতের আমের ফলন অনেক বেশি। যা আমাদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করি।
ফুলগাজীন কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আম গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। আর সেই ঘ্রাণে মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে আসছে ঋতুরাজ বসন্ত।
ফুলগাজী নোয়াপুরে কৃষক নজরুল ইসলাম রাসেল জানায় বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আমের বাম্পার ফলন হবে। বর্তমানে আমচাষিরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
এলাকার আমচাষি আনোয়ার জানান, পুরাপুরিভাবে এখনো সবগাছে মুকুল আসেনি। আর সপ্তাহ খানেকের মধ্যেই সব গাছেই মুকুল আসবে। ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাঙ্খিত ফলনের আশা করছেন চাষিরা। ধীরে ধীরে উপজেলা জুড়ে সম্প্রসারিত হচ্ছে আমের বাগান। উৎপাদিত আম মানসম্মত হওয়ায় চাহিদাও বাড়বে অনেক।
এবিষয়ে ফুলগাজীর কর্মকর্তা খুরশিদ আলম বলেন, এবার আগাম মুকুল ফুটেছে। আবহাওয়া ভালো থাকলে মুকুলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আমের মুকুলের পরিচর্যায় কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ উপজেলার আবহাওয়া ও মাটি আমচাষের জন্য বিশেষ উপযোগী। তবে বাণিজ্যিকভাবে এখনো আম চাষ শুরু হয়নিএ উপজেলায়।তিনি জানান আমের ফুল রক্ষা করার জন্য ১ লিটার পানিতে বিশগ্রাম ইউরিয়া সার প্রয়োগ করে আম গাছে স্প্রে করলে আমের ফুল জরে পড়া রোধ করা যাবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত