উন্নয়ন প্রকল্পে আমার পার্সেন্টিজ নাই -আলাউদ্দিন নাসিম চৌধুরী এমপি
- Updated Mar 02 2024
- / 442 Read
পরশুরাম প্রতিনিধি;
এমপি কোটায় টিআর কাবিখার প্রকল্পের কাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে অনুরোধ করছি।
যেহেতু উন্নয়ন প্রকল্প থেকে আমার কোন পার্সেন্টিজ নেই ভবিষ্যতেও আমার পার্সেন্টিজ নেয়ার ইচ্ছা নেই সুতরাং আমি চাই গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা যথাযথ ব্যবহার হবে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এসব কথা বলেন তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানেও যোগ্য ব্যক্তিদের কে পরিচালনা কমিটিতে নির্বাচিত করতে হবে দলের লোক হলেও অযোগ্য কাউকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটিতে নিয়োগ দিয়ে শিক্ষার গুণগত মান নষ্ট করার উচিত হবে না। যোগ্য ব্যক্তি অন্য দলের হলেও তাদেরকে পরিচালনা কমিটিতে নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্টিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। একই সময়ে চোরাচালান প্রতিরোধ বিষয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়, সন্ত্রাস ও নাশকতা বিষয় আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল হক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসাইন খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম, পল্লী বিদ্যুতের ডিজিএম সনদ কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নুরুজ্জামান ভুট্টেুা, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া,চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবু ইউসুফ মিন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন এছাড়াও সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত