জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সোনাগাজীর সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন শুরু
- Updated Mar 02 2024
- / 748 Read
এস.এন আবছার:
সোনাগাজীতে ৭৪৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে এক হাজার একর ভূমির উপর নির্মিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটিতে প্রাথমিক ভাবে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যা সরাসরি য্ক্তু হচ্ছে জাতীয় গ্রীডের সাথে।
উপজেলার চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের পূর্ব বড়ধলি আদর্শগ্রাম মৌজায় দৃষ্টি নন্দন এই প্রকল্পের অবস্থান।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের সবচেয়ে বড় এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটির নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের অভ্যন্তরে ১ লাখ ৭৮ হাজার প্যানেল বসানোর কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা দিন রাত কাজ করে যাচ্ছেন। এ ছাড়া কর্মকর্তাদের অফিস, আবাসিক ভবনের নির্মাণ কাজ ও শেষ হয়েছে। সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগের ১০০ বছরের সমীক্ষা বিবেচনায় গোটা প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে ৫ মিটার উচ্চতার ৮ কিলোমিটার বাঁধ দেওয়ার কাজ প্রায় শেষের পথে। প্রকল্প এলাকার নিরাপত্তার জন্য রয়েছে অস্ত্রধারী সাধারণ আনসার সদস্যদের একটি টিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে চট্টগ্রামের কাপ্তাই ও সরিষাবাড়ির পর সোনাগাজীর সমুদ্র উপকূলে ২০২১ সালে শুরু হয় দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (বিদ্যুৎ বিভাগের অধিনস্থ প্রতিষ্ঠান) মাধ্যমে বিদ্যুৎ বিভাগের অধীনে পাওয়ার সেলের তত্ত্বাবধানে সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৪৬ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮৭ কোটি ৫৪ লাখ টাকা, বিশ্ব ব্যাংকের ঋণ থেকে ৬২১ কোটি টাকা ও বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮ কোটি ২১ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে চায়না প্রতিষ্ঠান ‘টিনা সোলার’।
প্রকল্পে পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ প্রকল্পের উৎপাদিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ইতিমধ্যে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনোমিক জোনের গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে আরো ১৫ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে। এ ছাড়াও এখানে আরো দুটি ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প সরকারের পরিকল্পনাধীন রয়েছে।
তিনি আরো বলেন, প্রকল্পের অভ্যন্তরে অবকাঠামোর কিছু কাজ ছাড়া মোট কাজের ৯০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অবকাঠামোর কাজ শেষ হলে প্রধানমন্ত্রী পরিদর্শন সহ আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্যানেলগুলোর নিচের অংশে ও কৃত্রিম খালে শাকসবজি উৎপাদন করা হবে যা কৃষিতে অবদান রাখবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত